কালিহাতীতে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার
- প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৪১৩ বার পড়া হয়েছে
কালিহাতীতে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া সাত্তার এর সেচ পাম্পের কৃষি জমির লালু মাঝির ধানের জমির মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া গ্রামের মৃত. চান মিয়ার স্ত্রী ফয়জুল নেছা লেবুর (৭০)।
নিহতের মেয়ে কতবানু, হাসিনা ও সম্পা জানান, আমার মা নফল রোজা রাখার কথা ছিলো এজন্য আমি গত রাতে ৩টার সময় মাকে ডাকতে গেলে তখন মা ঘুমিয়ে ছিলো। আবার ফজরের নামাজের পরে মাকে ডাকতে গেলে তখন দেখি ঘরের দরজা জানালা বন্ধ। তার পরে সবাইকে জানালে সবাই এদিক সেদিকে খোঁজা খুঁজি করি।
নিহতের বড় ভাই ঘাটাইল উপজেলার কদমতলী গ্রামের আব্দুল মালেক জানান, আমার ছোট বোন সহজ সরল তার কোনো শত্রু নেই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া ফয়জুল নেছা লেবু (৭০) এক বিধবা বৃদ্ধ মহিলাকে শনিবার শেষ রাতের কোনো এক সময় তাকে হত্যা করে বোরোধান ক্ষেতের মাঝ খানে ফেলে রেখেছে। ঔদিন ভোরে সেচ পাম্পের মালিক ও ড্রাইভার সাত্তার মিয়া কৃষি জমি
দেখতে গিয়ে তার মৃত দেহ পরে দেখে নিহতের পরিবার কে জানালে তারা পুলিশ কে খবর দেয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধ মহিলার লাশ দেখে খবর দেয় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা। তিনি আরো জানান, এটা অবশ্যই মাডার করা হয়েছে।















