টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
- প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৭৩৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে.বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারের ফুল ফোটানো হয় শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদে চমৎকার আবহাওয়ার মধ্যে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ /১/ ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার সকাল ১০ ঘটিকায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কালিহাতী, মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ ,কে,এম আমির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক একে,এম আব্দুল আউয়াল, কালিহাতী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মজনু মিয়া, তালেমন মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও জাতীয় ইংরেজি দৈনিক the next news এর সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন সহ উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুল আউয়াল ও তোফাজ্জল হোসেন তুহিন এ টিভি বাংলা নিউজ কে বলেন প্রতিবছর এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর মধ্য দিয়ে স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে সেই সাথে প্রতি সপ্তাহে যদি খেলাধুলা ও শারীরিক চর্চার আয়োজন করা হয় তাহলে ছাত্রীদের সুস্বাস্থ্য ও মনোবল বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন। আগামী দিনে স্কুলের সকল উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিনিয়ত পাশে থাকার অভিপ্রায়ও ব্যক্ত করেন।















