কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুড়ে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী।
এই প্রশিক্ষণ কোর্সের প্রধান বিষয় ছিল “পারিবারিক সবজি চাষ”, যা স্থানীয় যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং কৃষি খাতে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখযোগ্য যে, সরকারিভাবে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এমন প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হয়। এতে করে স্থানীয় পর্যায়ে স্বাবলম্বী যুবক-যুবতীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা নিজ নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
শুভ্র মজুমদার
কালিহাতী টাঙ্গাইল
০১৭১৮২৭৪৪৯৫