কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং
- প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
- / ১১০ বার পড়া হয়েছে
কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং
কালিহাতীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে সন্ত্রাসীরা হামলা করায় টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ বৃহস্পতিবার দুপুরে কালিহাতীর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক তারেকের বাসায় প্রেস ব্রিফিং করেন। এ হামলায় গুরুতর আহত হন কালিহাতী কোটা সংস্কার কারী ১ নম্বর সমন্বয়ক তারেক।
এ বিষয়ে আহত তারেক বলেন, ৫ তারিখ আনন্দ মিছিল নিয়ে থানার দিকে যাচ্ছিলাম সে সময় হামলা চালায় সাবেক সংসদ সদস্য সোহেল হাজারীর ক্যাডার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের নেতৃত্বে শান্ত, মিঠুন, রুমেল আরো অনেকেই ছিলো। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এই বিষয়ে টাঙ্গাইল জেলার সমন্বয়ক ফাতেমা রহমান বিথী বলেন, সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। টাঙ্গাইল জেলা থেকে যেমন স্বৈরাচার মুক্ত করেছি, একই সাথে বলতে চাচ্ছি বাংলাদেশের নতুন করে সন্ত্রাস বা দখলদারদের আমরা জায়গা দিতে চাই না। আমরা যেমন স্বৈরাচারকে প্রতিহত করেছি বাংলাদেশ থেকে, ঠিক তেমনি ভাবে নতুন জঘন্য কার্যক্রম করবে, ছাত্র সমাজ সেই সন্ত্রাস দখলদারীদের বাংলাদেশ থেকে প্রতিহত করবো।
টাঙ্গাইল জেলা সহ সমন্বয়কারী শরৎ খান বলেন, আমাদের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পরেও কালিহাতী বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য সোহেল হাজারীর বাহিনী পরিকল্পিতভাবে তারেকের উপর হামলা চালায়। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরো বলতে চাই যারা হামলার সাথে জড়িত বা আগামীতে হামলা করার পরিকল্পনা নিচ্ছেন তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাহাদুল ইসলাম, মনসুর হেলাল, মাহাথীর মোহাম্মদ ভাসানী, নাজমুল হাসান, প্রেমা সরকার, অনিকা রহমান।
আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, মৃদুল হাসান, রনি, সিয়াম, বেলাল, সাথী, কেয়া, সুমাইয়া প্রমুখ।