টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার গণসংযোগ
- প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
- / ৩২৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার গণসংযোগ
মোঃ শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন৷ বিভিন্ন প্রার্থীরা গ্রামে গঞ্জে হাট বাজারে চায়ের আড্ডায় এবং সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের প্রার্থীতার বিষয়ে জানান দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের কালিহাতীতে ‘উপজেলা পরিষদ নির্বাচন’ উপলক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা গণসংযোগ করছেন।
কালিহাতী উপজেলা শহর থেকে শুরু করে পূর্বাঞ্চল মরিচা থেকে পশ্চিমাঞ্চল আফজালপুর সহ প্রত্যন্ত অঞ্চলে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সাথে কুশল বিনিময় করে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানান ও ভোট প্রার্থনা করছেন।
গত শনিবার উপজেলার বাংড়া, নাগবাড়ী, বল্লা ও কোকডহরা ইউনিয়নের বিভিন্ন বাজারে তাকে গণসংযোগ করতে দেখা যায়। তাঁর গণসংযোগে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান এবং মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় ও আইসড়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।