সরকারি শামসুল কলেজের শিক্ষা সফর সম্পন্ন
- প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৯ বার পড়া হয়েছে
সরকারি শামসুল কলেজের শিক্ষা সফর সম্পন্ন
ঐতিহ্যবাহী সরকারি শামসুল হক কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে বর্ণাঢ্য শিক্ষা সফর সম্পন্ন হয়েছে । শনিবার (৩০ নভেম্বর) এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ থেকে বাসে চেপে জামালপুর লুইচ রিসোর্ট এন্ড পার্কে এ শিক্ষা সফর উপভোগ করেন শিক্ষার্থীরা।
মধ্যাহ্ন ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। সফরের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সরকারি শামসুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) মাধব চন্দ্র দাশ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আনোয়ার হোসেন, প্রভাষক মোশাররফ হোসেন ও প্রভাষক নিরঞ্জন কুমার’সহ অতিথিরা।
সরকারি শামসুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাকাডেমিক ও ক্যারিয়ার নির্ভর দিকনির্দেশনামূলক তথ্য তুলে ধরেন। তিনি শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, শিক্ষক ও সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।