কালিহাতীতে সাংবাদিকের পিতার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল
- প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৯০ বার পড়া হয়েছে
কালিহাতীতে সাংবাদিকের পিতার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল
টাঙ্গাইল.টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য ও এটিভি বাংলার স্বত্বাধিকারী সাংবাদিক নাহিদ খানের পিতা মরহুম আজাহার আলী খানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রুপালি ক্লিনিক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুনসুর হেলাল বাদশার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোহর আলী, টাঙ্গাইল জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো.আব্দুল আওয়াল, কালিহাতী প্রেস-ক্লাবের সাবেক সভাপতি রসিদ আহমেদ আব্বাসী,
ব্রাইট বিজনেসম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমান সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন ঘোষ, আনিছুর রহমান শেলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মমিন হোসেন, সদস্য সাদিয়াত হোসেন সর্দার, সদস্য নিহাল প্রমুখ।