কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন
- প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৮১ বার পড়া হয়েছে
কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন
সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের পাঠানো তথ্যচিত্রে:
টাঙ্গাইল জেলাধীন কালিহাতীর বাংড়া’র
মরহুম হেড মাস্টার সৈয়দ জহুরুল হক (মোস্তফা মিয়ার) মেজো মেয়ে, সৈয়দ নোমান মিয়ার মেজো বোন ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের খালাত বোন সৈয়দা জোবাইদা যুথি’র
দাফন সম্পন্ন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মরহুমার জানাজার নামাজ বাংড়া পূর্ব পাড়া নিজ বাড়ীতে বাদ জোহর অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে বাংড়া ইউপি সাবেক চেয়ারম্যান হাসমত আলী নেতা, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম, এলাকার দু’তিনটি মসজিদের ঈমাম, মোয়াজ্জিন, এলাকার মুসল্লিগণ, ঢাকাসহ সারাদেশ থেকে আগত প্রায় সকল আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুমা অদ্য ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় তার পিত্রালয়ে ডায়াবেটিস সুগার নীল হয়ে ইন্তেকাল ফরমাইয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগতেছিলেন।