কালিহাতীতে মিডিয়া এবং আইটি সেন্টার শুভ উদ্বোধন
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
কালিহাতীতে মিডিয়া এবং আইটি সেন্টার শুভ উদ্বোধন
শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে মিডিয়া এবং আইটি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় যুবকদের জন্য তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো বেকারত্ব দূরীকরণ এবং যুবকদের দক্ষ করে তোলা।
২২ আগষ্ট (বৃহস্পতিবার) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানিয়েছেন, সেন্টারটি কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রযুক্তিকর্মে প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণের জন্য নামমাত্র মূল্যে কম্পিউটার ব্যবহার করা হবে। নিজস্ব অর্থায়নে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে, যা স্থানীয় তরুণদের উন্নতিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা নির্বাচন অফিসার মিসবাহ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আইয়ুব আলীসহ কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাবেক সভাপতি শাহ্ আলম, সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান, ক্রীড়া সম্পাদক রবিন, সাংবাদিক মহসিন হাবীব সবুজ ও সাংবাদিক শুভ্র মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। এর আগে উপজেলা চত্তরের পুকুরে নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন পোনা মাছ অবমুক্ত করেন।
শুভ্র মজুমদার
কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫