বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সাথে কালিহাতী প্রেসক্লাবে মতবিনিময়
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সাথে কালিহাতী প্রেসক্লাবে মতবিনিময়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সম্প্রতি কালিহাতী প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
গত ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোল্লা মিল্টনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য ও চলমান পরিস্থিতি নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী খোলামেলা আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম ও দুলাল হোসেন রানা, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব ও শুভ্র মজুমদার। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মৃদুল হাসান, মেহেদী হাসান (রনি), এবং বেলাল তালুকদারসহ অন্যান্যরা সভায় অংশ নেন।
আলোচনায় চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা তাদের মতামত প্রকাশ করেন এবং আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দেশ ও দশের কল্যাণে কাজ করছেন। যত ভালো কাজ করবেন, ততই আমাদের সমর্থন পাবেন।