সড়ক নিরাপত্তার দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধপানি ও বিস্কুট বিতরণ
- প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
সড়ক নিরাপত্তার দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধপানি ও বিস্কুট বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাফিক বিহীন সড়েক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশে সড়ক নিরাপত্তার দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরন করেছে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি।
১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে তপ্তরোদে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তার কর্তব্যরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিশ্রান্ত শিক্ষার্থীদের পিপাসা নিবারণে বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুুট বিতরণ করে শিক্ষার্থীদের দেশ গড়ার প্রত্যয়কে স্বাগত জানিয়ে ওই কর্মসূচি পালন করেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটি ।
এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন,সিনিয়র সাংবাদিক রশিদ আহাম্মদ আব্বাসী, ইউনিটির সহসভাপতি, আনিসুর রহমান শেলী,যুগ্মসম্পাদক মনির হোসেন,মো: নাহিদ খান ,মিজানুর রহমান শামীমসহ অন্যান্য সদস্যবৃন্দ ।